সাতক্ষীরার কুলিয়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন ভ্যানচালক মিলন (৩২)। এসময় আহত হয়েছেন আরো দু'জন।
নিহত ভ্যানচালক সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে সাতক্ষীরা কালিগঞ্জ সড়কের কুলিয়া আশুমার্কেটের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।
এলাকাবাসীর ভাষ্যমতে, বেলা আড়াইটার দিকে কালিগঞ্জ গামী যাত্রীবাহি একটি ইঞ্জিন ভ্যান কুলিয়া আশু মার্কেটের সামনে পৌঁছালে পিছন দিক থেকে যাত্রীবাহি একটি বাস ধাক্কা দিলে ভ্যান চালক মিলন রাস্তায় ছিটকে পড়েন। এসময় তার দেহের উপর দিয়ে বাসটি চলে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর আহত হন কুলিয়া গ্রামের হাবিবুল্লাহ ও অজ্ঞাত এক মহিলা। মহিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দেবহাটা থানার এস আই নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন