বরগুনার বেতাগীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় বেতাগীর কলেজ রোড এলাকার এক বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বসির (২২) ও জনি (২০)। বসির ও জনি দুইজনই স্থানীয় বৈদ্যুতিক মিস্ত্রী। তাদের দুইজনের বাড়ি বেতাগী পৌর শহরের ৮ ও ৯নং ওয়ার্ডে। ময়নাতদন্তের জন্যে তাদের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন