কুমিল্লা ব্রাক্ষণপাড়ায় প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৭০ কেজি গাজাঁসহ মো. ইসমাইল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১, সিপিসি-২) সদস্যরা।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলার বড়দশিয়া গ্রামের নাগাসিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার বদরদোল মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানান, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার নাগাসিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ইসমাইকে বহনকারী প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাজাঁসহ তাকে আটক করা হয়।
ইসমাইল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
বিডি প্রতিদিন/ ২২ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন