নড়াইলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছে। সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বড়েন্দার গ্রামের সাধন বিশ্বাসের শিশুকন্যা তৃষা (৩) এবং আগদিয়ার চর গ্রামের পিন্টু বিশ্বাসের মেয়ে চৈতি বিশ্বাস (১৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল-নওয়াপাড়া সড়কের নলদীরচর এলাকায় একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিভ্যানের যাত্রী তৃষা (৩) ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর চৈতি বিশ্বাস মারা যায়। এছাড়া গুরুতর আহত হওয়া অপর এক যাত্রী ও ইজিভ্যান চালককে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৬/হিমেল-০৬