নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে নৌকা ডুবে ছয়জন নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার বিলমাড়িয়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে। এই ঘটনায় অসুস্থ হয়েছে অন্তত ১০ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন- উপজেলার চকবাদকয়া গ্রামের চান্দের আলী (৫০), একই গ্রামের জামাল উদ্দিন (৪৮), মহরকয়া গ্রামের ভাষান আলী (৩২), আরজেদ হোসেন (৪৩), বেলাল হোসেন (৪৫) ও নাসিম উদ্দিনের ছেলে জামরুল ইসলাম(২৫)।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা জানান, সকালে বিলমাড়িয়া ঘাট থেকে ৬০/৭০ জন যাত্রী বহনের ক্ষমতা সম্পন্ন খেয়া নৌকায় করে শতাধিক লোক পদ্মার চরের মাঠে কাজ করতে যাচ্ছিলেন। অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি মাঝ নদীতে গিয়ে ডুবে যায়। এসময় স্থানীয় লোকজন ও জেলেরা নৌকা নিয়ে অনেককে উদ্ধার করেন। আবার অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু এখনো ছয়জনের খোঁজ মেলেনি। খবর পেয়ে পুলিশ ও লালপুর ও রাজশাহীর ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে।
বিডি প্রতিদিন/ ২৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন