অপহরনের পর ধর্ষণের দায়ে বাবুল মিয়া (৫৫) নারমে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার ভোর রাতে গাজীপুরের শ্রীপুর মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয় বলে জানান নেত্রকোনা মডেল ওসি মো. আবু তাহের দেওয়ান।
আসামি বাবুল মিয়া সদর উপজেলার বড় গরদি এলাকার ছোট্ট মিয়ার ছেলে।
ওসি জানান, গত ২০০২ সালের ১০ই জানুয়ারী সদর উপজেলার বড় গরদি গ্রামের এক মেয়েকেঅপহরণ করে পার্শবর্তী গ্রামে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে নির্যাতিতা বাদী হয়ে ৩ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১৬ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। এরপর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ২০১৬ সালের মার্চ মাসে আসামি বাবুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/২৩ আগস্ট, ২০১৬/মাহবুব