সিরাজগঞ্জের রায়গঞ্জে হিন্দু সম্প্রদায়ের এক পুরোহিতের তিন বছর বয়সী পল্লব চক্রবর্তী নামে এক দুগ্ধপোষ্য শিশু অপহৃত হয়েছে। শিশুটির বাবা পলান চক্রবর্তী স্থানীয় মন্দিরের পুরোহিত। তার বাড়ী উপজেলার ব্রহ্মগাছা ইউপির ব্রহ্মগাছা গ্রামে।
রবিবার সকাল নয়টার অন্যান্য শিশুদের সাথে বাড়ীর পাশে একটি শ্যালো ঘরের কাছে খেলার সময় শিশুটি অপহৃত হয়। এ ঘটনায় শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছে। পুলিশ জিজ্ঞাসাদের জন্য শ্যালো মেশিনের মালিককে আটক করেছে। তিনদিনেও শিশুটির কোন খোঁজ না পাওয়ায় পরিবারের সদস্যদের মাঝে কান্নারোল বিরাজ করছে। এদিকে অপহরনের বিষয়টি জানাজানি হবার পর থেকেই হিন্দু সম্প্রদায় অধ্যুষিত গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, শিশুটি অন্যান্য শিশুদের সাথে সকাল নয়টার দিকে একটি শ্যালো ঘরের পাশে খেলছিল। ঘন্টাখানেক পর থেকে তাকে খুঁজে না পাওয়ায় পরিবারের সদস্যরা বিকেলে থানায় জিডি দায়ের করেন। পরে ওই গ্রামে গিয়ে যে শ্যালো ঘরের কাছে শিশুটি খেলছিল তার মালিক রবিউলকে আটক করা হয়।
গতকাল রাতে শিশুটির বাবা অজ্ঞাত আসামি দিয়ে অপহরণ মামলা দায়ের করেছে। শিশুটির সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশী অভিযান চলছে। তবে আটক শ্যালোর মালিক রবিউল ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলেও ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৬/হিমেল-২১