সিরাজগঞ্জের তাড়াশে আঁখি খাতুন (১২) নামে এক বালিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ উপজেলার বারুহাস ইউনিয়নে চৌবাড়িয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করেন। আঁখি ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আমিনুল ইসলাম জানান, সকালে ঘরের মধ্যে আঁখি খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে বাড়ির পার্শ্ববর্তী লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তে জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের বরাদ দিয়ে ওসি আরও জানান, মায়ের সাথে অভিমান করেই আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/ ২৩ আগস্ট, ২০১৬/ আফরোজ