সিরাজগঞ্জের সলঙ্গায় ২০ হাজার পিস ইয়াবা ও একটি ট্রাকসহ চালক এবং হেলপারকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
মঙ্গলবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার সমবায় ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ট্রাক চালক ও হেলপারের নাম পরিচয় জানা যায়নি।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার হাসিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে চাঁপাই নবাগঞ্জগামী একটি ট্রাকে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/ ২ ৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন