পদ্মায় নাব্যতা সংকটের কারণে কাওরাকান্দি-শিমুলীয়া নৌ রুটে এখনো বন্ধ রয়েছে রো রো ফেরি চলাচল। বাকি ফেরিগুলো চলছে ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে। এতে পারাপারেও সময় লাগছে বেশি। আর এতে উভয় পাড়ে পন্যবাহী ট্রাকের লাইন পড়েছে ।
বিআইডব্লিউটিএসহ একাধিক সূত্রে জানা যায়, গত কয়েকদিনে পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে কমতে থাকায় এ নৌরুটে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে । ফলে সোমবার সকাল থেকেই কর্তৃপক্ষ এরুটের ৪টি রো রো ফেরি চলাচল বন্ধ করতে বাধ্য হয়। অল্প ড্রাফটের ৪টি কে-টাইপ ও ৫টি ডাম্ব ফেরি ধারণ ক্ষমতার অর্ধেক যানবাহন নিয়ে চলতেও হিমশিম খাচ্ছে। পারাপারে সময়ও লাগছে প্রায় ৩০ মিনিটের বেশি। ফলে উভয় ঘাটে ৪ শতাধিক পন্যবাহী ট্রাক আটকে পড়ে শ্রমিকরা ভোগান্তি পোহাচ্ছে।
বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, আমরা সমস্যা থেকে উত্তরণের চেষ্টা করছি।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৬/হিমেল-২২