নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়ন থেকে ৬০ পিস ইয়াবাসহ মাঈন উদ্দির বাদশা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।
গতকাল সোমবার রাতে বামনী ডিগ্রি কলেজের সামনে থেকে একটি দোকান থেকে অভিযান চালিযে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটককৃত মাঈন উদ্দিন রামপুর ইউনিয়নের গোলাম মাওলার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাদশাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। বাদশার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৩ আগস্ট, ২০১৬/ আফরোজ