বাগেরহাটের মোরেলগঞ্জে নাসির হাওলাদার(৪০)নামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা ১২টায় জিউধরা ইউনিয়নের পাশখালী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই প্রধান শিক্ষককে বিকেল ৪টায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরাইনতলা গ্রামের মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী হাওলাদারের ছেলে নাসির হাওলাদার ৯৫নং বরইতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
হাসপাতালে চিকিৎসাধীন নাসির হাওলাদার, তার স্ত্রী লাইজু বেগম ও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুবানা আক্তার জানান, বিদ্যালয়ের কাজে মোরেলগঞ্জের দিকে আসার পথে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ছেলে পারভেজসহ ৫/৬ জনের একটি দল নাসিরের উপর হামলা চালায়। তারা নাসিরকে পিটিয়ে জখম করে সাড়ে তিন লাখ টাকা ও বিদ্যালয়ের অনেক কাগজপত্র ছিনিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ