বগুড়ার শাজাহানপুর উপজেলার মাসিন্দা মিয়াপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ দুইটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ২৩ রাউন্ড তাজা গুলি, দুই রাউন্ড দশমিক ৩০৩ রাইফেলের তাজা গুলি ও পাঁচটি চাপাতি উদ্ধার করেছে।
মঙ্গলবার দুপুরে জেলার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এ তথ্য তুলে ধরেন।
গ্রেফতারকৃতরা হলো বগুড়ার শাজাহানপুর উপজেলার শান্তিয়ারা পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে রসেদ আলী ওরফে অসেদ (৩০), কড়িআনজুল দক্ষিণপাড়ার রিয়াজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৮), একই এলাকার মৃত আনিছ আলীর ছেলে আতাউর রহমান (৩০), শান্তিয়ারা দক্ষিণপাড়ার সোলেমান ফকিরের ছেলে মানিক মিয়া (৩৬), একই এলাকার ওয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩০) ও খুলনার দীঘলীয়া উপজেলার সেনহাটি ফকিরবাড়ী গ্রামের মৃত কাজী রফিক উদ্দিনের ছেলে আকবর ওরফে বেটা আকবর (৪৪)। এ ঘটনায় বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের হয়েছে।
সংবাদ সম্মেলনে বগুড়া জেলার অতিরিক্তি পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ