টাঙ্গাইল থেকে আড়াই বছর বয়সের অপহৃত এক শিশুকে উদ্ধার করেছে টাঙ্গাইল র্যাব-১২। এ সময় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে এলিট বাহিনীর সদস্যরা। মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন জনকে আটক এবং শিশুটিকে উদ্ধার করা হয়।
টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানি কমান্ডার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গত ২১ আগষ্ট গাজীপুর জেলার চৌরাস্তা এলাকা হতে শিশু কন্যা তাসমিম আক্তারকে অপহরণ করে নিয়ে আসে অপহরণকারীরা। টাঙ্গাইল র্যাবের নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার বিরহাটি, ঘাটান্দি ও বেলতলা গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে অপহরণকারী দলের সদস্য ভূয়াপুর উপজেলার-পাঁচ তেরিল্লা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. আনিছুর রহমান (১৮), ঢাকার ডেমরা থানার অছিম উদ্দিন মিয়ার মেয়ে মোছা. ফাতেমা আক্তার (১৯) ও ভূয়াপুর উপজেলার বেলতা গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে মোছা. স্মৃতি আক্তারকে (১৮) গ্রেফতার করে। সে সময় তাসমিম আক্তারকে উদ্ধার করা হয়। এ বিষয়ে গাজীপুর থানায় একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ