লালমনিরহাটের মাদক অঙ্গরাজ্য নামে খ্যাত মোগলহাটে ৭০ মাদক ব্যবসায়ী ও সেবনকারী পুলিশের কাছে আত্মসমর্পন করেছেন। সদর থানা পুলিশ কর্তৃক আয়োজিত মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশের এক পর্যায়ে মঙ্গলবার সন্ধায় এসব মাদক ব্যবসায়ী ও সেবনকারী পুলিশ সুপার এস এম রশিদুল হকের কাছে ন্যায় বিচার দাবি করে এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফেরায় সহযোগিতা চেয়ে আত্মসমর্পন করেন।
লালমনিরহাটের সহকারি পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়াদী সাংবাদিকদের জানান, জেলার সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের পাশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে ভারতের কাটাতারের বেড়া না থাকায় এ এলাকার সংখ্যাগরিষ্ঠ মানুষ মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত। জেলাব্যাপী মাদক ও জঙ্গিবিরোধী অভিযান জোরদার করায় দিশেহারা হয়ে পড়ে অপরাধীরা। স্বাভাবিক জীবনযাপনের লক্ষে আজ (মঙ্গলবার) বিকেলে মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে সদর থানা পুলিশ। মোগলহাট ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এন এম নাসির, সহকারি পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়াদী, সদর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম। সমাবেশ শেষে মোগলহাট ইউপির ৭০জন মাদক ব্যবসায়ী ও সেবনকারী পুলিশের কাছে আত্মসমর্পন করেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ