বান্দরবানের লামায় মাদক বিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযানে নেশা গ্রহণকালে দু'জনকে আটক করা হয়েছে। অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ। মঙ্গলবার বেলা ২টায় লামা বাজার ছোট নুনারবিল মার্মা পাড়ায় এই অভিযান চালানো হয়। আটকরা হলেন- সাহারাজ উদ্দিন ইউছুপ(২৫) ও মো. আবুল কাসেম(৩৫)।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, নেশার বিরুদ্ধে আমাদের অবস্থান অনেক কঠোর। যুব সমাজকে নেশার কালো থাবা থেকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান চলবে। আটক দু'জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ