কিশোরগঞ্জে নির্মাণাধীন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে সাদেকুর রহমান (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর একটার দিকে ছাদের ওপর পানি দেওয়ার সময় পা ফসকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেকুর কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ভুবিরচর গ্রামের মুসলেহ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর একটার দিকে নির্মাণাধীন হাসপাতালের একটি পাঁচতলা ভবনের ছাদের ওপর পানি দেওয়ার সময় পা ফসকে নিচে পড়ে যায় সাদেকুর। পরে তাকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/৩০ আগস্ট, ২০১৬/মাহবুব