“দিন বদলের বাংলাদেশ ফল বৃক্ষে ভরবো দেশ” প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার দুপুরে ভালুকা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ফল ও বৃক্ষমেলার উদ্বোধন করেন অধ্যাপক ডা. এম আমান উল্যাহ এমপি। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে একটি বণার্ঢ্য র্যালি বিভিন্ন রাস্তাা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষষদের সামনে মেলা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে ফল ও বৃক্ষমেলায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আজম খান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম আমান উল্যাহ এমপি। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ভালুকা পৌর মেয়র মেজবাহ্ উদ্দীন কাইয়ূম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা কৃষক লীগ সভাপতি হাজী আব্দুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সাদী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন বল, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আ. জলিল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৬/ আফরোজ