ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘আত্ম-মূল্যায়নে সচেতনতা তৈরির কৌশল’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সেলফ অ্যাসেসমেন্ট কমিটির আয়োজনে বিভাগীয় হলরুমে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সহকারী অধ্যাপক মো. কামরুজ্জামানের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইন্সটিটিউট অব কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম।
মূল আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারি আত্ম-মূল্যায়নে সহায়ক কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিজ্ঞানের মানসম্মত সিলেবাস বা কারিকুলামের গঠনের জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়েও আলোচনা করেন।
বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ‘বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থীর মানউন্নয়নে আমরা কাজ করবো। দুর্বল মেধার শিক্ষার্থীদেরকে সঠিকভাবে পরিচর্যা করে চাকরি ক্ষেত্রে ভাল পজিশনে যাওয়ার জন্য মানসম্মত শিক্ষার্থী হিসেবে গড়ে তুলে তুলবো। আর যারা পড়েশোনায় যথেষ্ট ভাল তাদেরকেও চাকরি ক্ষেত্রে ভাল পজিশনে যেতে সহযোগিতা করবো’।
এ সময় উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদ, অধ্যাপক ড. দীপক কুমার পাল, অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, অধ্যাপক ড. এ এস এম আয়নুল হক আকন্দ, সহযোগী অধ্যাপক ড. আবুল কাসেম তালুকদার, সহযোগী অধ্যাপক ড. আব্দুর রউফ, ড. এ টি এম মিজানুর রহমান, ড. হাফিজুর রহমান, ড. সেলিম রেজা, মো. তৌফিক এলাহী, শেখ শাহিনুর রহমান, মোমিনুল ইসলাম, শাম্মী আক্তারসহ বিভাগীয় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/ ৩০ আগস্ট, ২০১৬/ আফরোজ