বাগেরহাটের চিতলমারীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তের নামে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, চিতলমারী উপজেলার নবপল্লী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রী মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে শ্যামপাড়া গ্রামের মৃত সায়েম আলীর বখাটে ছেলে জান্নাতুল ফেরদাউস (৩০) তার গতিরোধ করে। এ সময় সে ওই ছাত্রীকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী সাবোখালী গ্রামের একটি বাঁশ বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই ছাত্রীর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে। বিষয়টি সাথে সাথে পুলিশকে জানানো হলে তারা ভিকটিমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিতে উপজেলা হাসপাতালে পাঠায়। পরে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বখাটে জান্নাতুল ফেরদাউসকে আটক করে।
নবপল্লী নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা রানি হাজরা জানান, বিষয়টি খুবই দুঃখজনক। তিনি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের নামে থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ