বগুড়ার গাবতলীতে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আব্দুল মজিদ (৫২) নামের এক ব্যবসায়ী খুন হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টায় উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের নাড়–য়ামালা রেলক্রসিং এর সন্নিকটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গাবতলীর বাহাদুরপুর গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে আ. মজিদ দীর্ঘদিন থেকে হাটে পান-সুপারীর ব্যবসা করতেন। গত সোমবার হাটে পান-সুপারী কেনাবেচা শেষে রাত সোয়া ১০টায় ছোটভাই শফিকুলকে সঙ্গে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাড়–য়ামালা রেলক্রসিংয়ের কাছাকাছি পোঁছালে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত আ. মজিদের শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুড়িকাঘাত করে।
শফিকুলের আর্তচিৎকারে স্থানীয়রা এসে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মজিদকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের ভাই শফিকুল বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ প্রসঙ্গে ঘটনাস্থল পরিদর্শনকারী মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু জাররা বলেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে মজিদ খুন হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ