নোয়াখালীর জেলা শহর মাইজদীর নতুন জেল রোড এলাকায় চুরি করে পালানোর সময় দু'জনকে ধরে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে পুলিশ বিক্ষুব্ধ জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে নগদ প্রায় দেড় লক্ষ টাকা ও তিন লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত দু'জনের সঙ্গীরা।
আহতরা হলেন, জালাল উদ্দিন (৩০) ও মো. হাসান (২৮)। তাদের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা এলাকায়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরের দিকে জেলা শহর মাইজদীর নতুন জেল রোড এলাকার ইমু লজ নামের একটি বাসায় চুরি করে পালানোর সময় সন্দেহ হলে এলাকার লোকজন তাদের ঘিরে ফেলে গণপিটুনী দেয়। পরে সুধারাম থানা পুলিশ অভিযুক্ত দু'জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
গৃহিনী রাশেদা আক্তার লিপি ও এলাকাবাসী এ ঘটনার সাথে আর কারা জড়িত থাকতে পারে বিষয়টি তদন্ত করে শাস্তির দাবি জানান। ঘটনাটিকে পরিকল্পিত ডাকাতি বলে দাবি করেছেন তারা।
বিডি-প্রতিদিন/এস আহমেদ