মাদারীপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পপি আক্তার (১৩) নামে এক এতিম কিশোরীকে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার কিশোরীকে অচেতন অবস্থায় সোমবার রাতে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনের শিকার কিশোরী সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া গ্রামের মৃত শাজাহান শিকদার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার সময় নিজ বাড়ির পাশে শাজাহান মাতুব্বর নামে এক লোক পপিকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে পপি পালাতে গিয়ে পুকুরে পড়ে যায়। শাজাহান মাতুব্বর পুকুরে গিয়ে পপিকে পানিতে চুবাতে থাকে। পুকুর থেকে পাড়ে তুলে আবারো মারধর করে। পরে পপির চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে শাজাহান মাতুব্বর পালিয়ে যায়। এরপর অচেতন অবস্থায় পপিকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পপি আক্তারের মা বিলকিস বেগম জানান, তার পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে আগে থেকেই হামলাকারীদের শত্রুতা ছিল। পপির বাবা জীবিত না থাকায় আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানাভাবে তারা আমার মেয়ে ও আমার উপর নির্যাতন করতো। এবার আমার মেয়েটিকে মেরেই ফেলতে গিয়েছিল।
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ বিষয়টি জানেন বলে জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ