ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রিতা রানী (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শুখান পুখুরী ইউনিয়নের তেওয়ারীগাঁও গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘরের ছাদের উপর থেকে ডিম আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট গুরুতর আহত হন রিতা রানী। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/৩১ আগস্ট ২০১৬/হিমেল-০১