কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডের সদস্যরা।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান শাহপরীর দ্বীপ কোস্টগার্ডের পেটি অফিসার মো. কামাল উদ্দিন।
তিনি আরও জানান, এ সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব