বাগেরহাটের মোরেলগঞ্জে ২০০ পিস ইয়াবসহ সুজন শেখ(২৫) নামে এক যুবককে আটক করেছে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কুঠিবাড়ি আশ্রয়ন প্রকল্প থেকে তাকে আটক করা হয়। এরপর রাত ১০টায় থানায় মামলা দায়ের করে সুজনকে থানায় সোপর্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মৃত সেকেন্দার আলী শেখের ছেলে সুজন কুঠিবাড়ি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাকে আজ বুধবার বেলা ১১টায় বাগেরহাট কোর্টে সোপর্দ করেছে পুলিশ।
থানার ওসি মো. রাশেদুল আলম জানান, সুজন দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পে থেকে মাদক ব্যবসা করছিলো। মঙ্গলবার মংলার এক ব্যাক্তির নিকট থেকে ২০০ পিস ইয়াবার চালান তার কাছে আসছে এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালায়। দলটি সুজনের ঘর তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব