ময়মনসিংহে সংঘবদ্ধ ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের ৯ সদস্যকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন: আরমান বাবু (২৭), সালাউদ্দিন সালাল (৩২), জসিম (২৫), তপন মিয়া (৩৩), আরিফ (২৪), জুয়েল(২৪), বাবুল (২৬), জনি (২৮) ও ইয়াছিন (২৬)। বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম জানান, আটককৃত ডাকাত দলটি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, এ সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৫ ডাকাতকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও ৪ ডাকাতকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, অভিযানের সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও ৭ রাউন্ড গুলি ছুঁড়ে। এসময় ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১টি রাম দা, ১টি চাপাতি, ২টি ছুরা এবং ১টি চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ সংঘবদ্ধ ডাকাত দলটি ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কে বিভিন্ন যানবাহনে ডাকাতি সংগঠিত করে। ঈদকে সামনে রেখে বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
বিডি-প্রতিদিন/ ৩১ আগস্ট, ২০১৬/ আফরোজ