মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত আসামি মীর কাসেম আলীর ফাঁসি যথাসময়ে হবে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে তার ফাঁসির রায় দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মাগুরা জেলার শ্রীপুর ডিগ্রি কলেজ ময়দানে বুধবার মাসব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত আলোচনা সভা ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যে আমেরিকা একদিন বাংলাদেশকে তাচ্ছিল্য করেছে সে দেশই আজ বহির্বিশ্বের দরবারে বাংলাদেশের প্রশংসা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্নীতি থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের মধ্যে একটি রোল মডেলে পরিণত হয়েছে।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল, মেজর (অব.) এটিএম এ ওয়াহাব, কামরুল লায়লা জলি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর ও মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু।
বিডি প্রতিদিন/ ৩১ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন