মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির দু’গ্রুপ একই স্থানে সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা যতন মার্মা বুধবার দিবাগত রাত সাড়ে ৯টায় ১৪৪ ধারা জারির এ ঘোষণা দেন।
তিনি জানান, সমাবেশের স্থান নিয়ে দু’গ্রুপই অনড় থাকায় আইন-শৃঙ্খলার অবনতির কথা চিন্তা করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে বিএনপির নবনির্বাচিত কমিটি (শহিদুল ইসলাম-কানন গ্রুপ) ও পূর্বের কমিটি (মমিন আলী-দেলোয়ার হোসেন গ্রুপ) শ্রীনগর বাজারের যুবদলের কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় একই সময়ে সমাবেশ আহ্বান করে। এনিয়ে দু’পক্ষই উপজেলা প্রশাসনের অনুমতি চেয়ে আবেদন করে এবং নিজ নিজ অবস্থানে অনড় থাকে।
ইউএনও যতন মার্মা আরও বলেন, এ কারণে জেলার শ্রীনগর বাজার ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা ১৪৪ জারি করে উপজেলা প্রশাসন।
বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব