তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল জানিয়েছেন, বিস্ফোরণের ফলে আশপাশের কয়েকটি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।
তিনি জানিয়েছেন, বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে চাঁদপুর জেলা শহরের একটু বাইরে বঙ্গবন্ধু সড়কে একটি তেলের দোকানে ওই তেলবাহী ট্যাঙ্ক লরিটি থেকে তেল লোড করা হচ্ছিল। সেসময় লরিটিতে আগুন লেগে যায়। এরপর সেটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে দোকানের মালিক এবং তার ছেলেসহ কয়েকজন অগ্নিদগ্ধ হন।
আশপাশের কয়েকটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়লে আরো কয়েকজন অগ্নিদগ্ধ হন।
চাঁদপুরের জেলা প্রশাসক আরো জানিয়েছেন, আশংকাজনক ছয়জনকে চাঁদপুর জেনারেল হাসপাতাল এবং ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এছাড়া চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন দুইজন। তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী।
প্রাথমিক চিকিৎসা নিয়েছেন কয়েকজন।
কি কারণে তেলবাহী ট্যাঙ্ক লরিতে বিস্ফোরণ ঘটেছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ