কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পিরিজপুর নামক স্থানে টমটমের চাপায় রাহাত (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রাহাত পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি টমটম তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাহাতের মৃত্যু সংবাদ পেয়ে তার সহপাঠিরা পিরিজপুর সড়ক অবরোধ করেছিল। এক পর্যায়ে টায়ারে আগুন জ্বালিয়েও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। ফলে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের দুদিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল।
বিডি-প্রতিদিন/০১ সেপ্টেম্বর, ২০১৬/এ মজুমদার