লক্ষ্মীপুরে পল্লী বিদ্যুতায়নের আওতাভুক্ত হলো দুই গ্রামের আড়াই কিলোমিটার এলাকার ১৬৪ জন গ্রাহক।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের শ্রীরামপুর ও সৈয়দপুর গ্রামে এ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহাজাহান কামাল।
স্থানীয় সমাজকর্মী নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন জেলা পরিষদ প্রশাসক শামছুল ইসলাম। স্থানীয় দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ছিলেন পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহজাহান কবির, আওয়ামী লীগ নেতা আব্দুল মতলব, কামাল হোসেন, সমাজকর্মী মোশারফ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০১ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন