ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর ফিলিং স্টেশনের সামনে ট্রাকচাপায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান জানান, সকালে সুলতানপুর ফিলিং স্টেশনের সামনে একটি ট্রাক রিকশাটিকে চাপা দিলে দুর্ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ