নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে অজ্ঞাত (৩৭) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে পশ্চিম বিরাহিমপুর গ্রাম থেকে অর্ধগলিত এ লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন পশ্চিম বিরাহিমপুর গ্রামের বটতলা এলাকার সড়কের পাশের খালে ভাসমান অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে সেনবাগ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সেনবাগ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, বিরাহিমপুর এলাকার খাল থেকে অর্ধগলিত ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ২ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-২০