পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরীতে ৭টি অস্থায়ী পশুর হাটের অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অনুমতি দেয়া হলেও এসব স্থানে পশুর হাট প্রস্তুত করার কাজ চলছে বেশ কয়েক দিন ধরে। ৭টি অস্থায়ী ও ২টি স্থায়ীসহ এবার নগরীতে কোরবানির পশুর হাট বসবে ৯টি।
বরিশাল সিটি করপোরেশনের হাট বাজার শাখার তত্ত্বাবধায়ক মো. নূরুল ইসলাম জানান, গত বছর বরিশাল নগরীতে ৫টি অস্থায়ী এবং ২টি স্থায়ীসহ মোট কোরবানির পশুর হাট বসেছিলো ৭টি। এবার নগরীতে অস্থায়ী পশুর হাট বেড়েছে ২টি। ৭টি অস্থায়ীসহ মোট পশুর হাট বসবে ৯টি। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এসব হাটে কোরবানির পশু বেচা-কেনা হবে।
অস্থায়ী পশুর হাট বসবে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলীর মোল্লা বাড়ী মাদ্রাসা সংলগ্ন মাঠ এবং একই ওয়ার্ডের রূপাতলী বীর মুক্তিযোদ্ধা সড়ক, ২৫ নং ওয়ার্ডের উকিল বাড়ী সংলগ্ন মাঠ, আমানতগঞ্জ টিবি হাসপাতাল মাঠ, কাউনিয়া টেক্সটাইল বালুর মাঠ, নবগ্রাম রোডের যুবক হাউজিং মাঠ ও কালুশাহ সড়কে। এছাড়া নগরীর বাঘিয়ায় এবং পোর্ট রোড এলাকায় স্থায়ী পশুর হাটেও বেচা-কেনা হবে কোরবানির পশু।
বিডি প্রতিদিন/ ০২ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম