জঙ্গিবাদকে না বলুন, জঙ্গিবাদ মুক্ত দেশ গড়ুন- এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় লক্ষ্মীপুরে পলিটেকনিক ইনস্টিটিউট আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল।
অধ্যক্ষ প্রকোশলী মো. আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ জামান রিপন, বায়েজীদ ভূঁইয়া, লক্ষ্মীপুরের গণজাগরণ মঞ্চের মুখপাত্র অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না প্রমুখ।
সভায় বক্তারা জঙ্গিবাদ মুক্ত দেশ গড়তে জঙ্গি প্রতিরোধের আহবান জানান।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা