ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সর্ম্পকে ধারনা দিতে জঙ্গিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সরকারী ইয়াছিন কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ওআইসিটি) তমিজুল ইসলাম। ইয়াছিন কলেজের অধ্যক্ষ গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র এএসপি আমিনুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, অধ্যক্ষ শাহিনুল ইসলাম, প্রফেসর ফজলুল হক, অ্যাডভোকেট অসিত বরন মজুমদার, অধ্যাপক জামাল শেখ প্রমুখ।
আলোচনা সভায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।