কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাতিসা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান শিক্ষক ছালেহ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান রেজাউল হক খোকন, মিলেনিয়াম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ একরামুল হক মিন্টু, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল্লাহ আল মামুন, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুর রহমান, আবু তাহের, আবদুল কুদ্দুস, শিক্ষিকা তাহেরা খাতুন, শিউলী রাণী, চাঁদ সুলতানা, বাবু দিপঙ্কর প্রমুখ। এসময় সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিভাবকদের আরও সচেতন হতে হবে।