বগুড়ায় হরিদাস (৩৫) নামের এক সেলুনমালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ। শনিবার সকাল ১১টার দিকে শহরের ঝোপগাড়ী হাজিপাড়া এলাকা থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
বগুড়ার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ বলেন, নরসুন্দর হরিদাস নওগাঁর রানী নগর এলাকার বাসিন্দা। প্রায় ৮-১০ বছর আগে বগুড়া শহরে আসেন। পরে বড় কুমিড়া হিন্দুপাড়া এলাকায় জমি কিনে সেখানে বসবাস শুরু করেন। পাশেই ধরমপুর এলাকায় একটি সেলুন দেন।
শুক্রবার সেলুনে কাজ শেষে রাতে আর বাড়ি ফেরেননি। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে হত্যা করে ড্রেনে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা