সন্ত্রাস নয়, শান্তি চাই, শঙ্কামুক্ত জীবন চাই- এই স্লোগানে শনিবার ঠাকুরগাঁওয়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
যেসব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা হয়েছে তার মধ্যে কয়েকটি হলো ঠাকুরগাঁও সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, ইকো স্কুল অ্যান্ড কলেজ, হাজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, আর কে স্টেট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ ডিগ্রি কলেজ, মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয় ও ইসলামনগর উচ্চ বিদ্যালয়।
সভায় বক্তারা বলেন, দেশের যুব সমাজকে রক্ষা করতে আজকে আমাদের এই আয়োজন। কুচক্রীদের দেখানো পথ থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সজাগ হতে হবে।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা