সাতক্ষীরা সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করেছেন খুলনার বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠান শেষে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১১৭ জন ছাত্রীকে পাঁচ থেকে তিন হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উপজেলার সকল মসজিদের ইমাম, পুরোহিত, ইউপি চেয়ারম্যান, মেম্বর, নোটারি পাবলিক, কমিউনিটি পুলিশের কমিটি, স্কুল-কলেজের শিক্ষক, বিবাহ রেজিস্ট্রারকে শপথ পড়ানো হয়।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদির সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম, মো: মহিউদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মাজেদ প্রমুখ।
এর আগে সাতক্ষীরা পৌরসভা ও এর ১৪টি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে ঘোষণা দেয়া হয়।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা