গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্ব-উদ্যোগে শনিবার জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
এসব প্রতিষ্ঠানগুলো হলো- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি বঙ্গবন্ধু কলেজ, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ, হাজী লাল মিয়া সিটি কলেজ, এস এম মডেল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,স্বর্নকলি উচ্চবিদ্যালয়, বিণাপানি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কাজুলিয়া পল্লীমঙ্গল ইউনাইটেড একাডেমি, গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, যুগশিখা উচ্চ বিদ্যালয়, চরবয়রা ঘোনাপাড়া উচ্চ বিদ্যালয়, বৌলতলী হাইস্কুল, টুঠামান্দ্রা স্কুল, করপাড়া হাই স্কুলসহ জেলার সকল উচ্চবিদ্যালয়।
সভায় বক্তারা শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের আরো যত্নশীল হওয়ার আহবান জানান। প্রতিনিয়ত সন্তানদের খোঁজ-খবর নেয়ার জন্যও অভিভাবকদের পরামর্শ দেন, যাতে তারা জঙ্গি বা সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িয়ে না পড়ে।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা