বাগেরহাটের মোরেলগঞ্জে দলীয় কর্মীকে পিটিয়ে গুরুতর জখম করেছে ছাত্রলীগ কর্মীরা। শুক্রবার সন্ধ্যায় এসএম কলেজ মোড়ে এ ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র এবং উপজেলা ছাত্রলীগের কর্মী। তার বাড়ি ভাইজোড়া গ্রামে।
তরিকুলকে প্রথমে মোরেলগঞ্জ হাসপাতাল ও পরে রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে তরিকুল আহত হয়েছে এমন দাবি করেছেন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলালসহ অনেকে।
তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি ওবায়দুল ইসলাম টিটু বলেন, ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। ভিন্ন কোনো কারনে তরিকুলকে হয়তো কেউ মারধর করেছে।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ ফারজানা