ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়ি হাট থেকে শুক্রবার রাতে জালনোটসহ বেলাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার বেলাল খুলুমবাড়ি গ্রামের পেন্টু বিশ্বাসের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গরুর হাটে জাল টাকা ছড়ানো হচ্ছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৬টি এক হাজার টাকার জালনোটসহ বেলাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়েছে।
ওই এলাকায় জাল টাকার কারবারের সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর ২০১৬/ এনায়েত করিম