সিলেটে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এক নৈশ্যপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার এ ঘটনা দুটি ঘটে সিলেটের দক্ষিণ সুরমায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জিআরপি পুলিশ জানায়, দক্ষিণ সুরমার লালমাটিয়া এলাকায় রেললাইনে বসে ফোনে কথা বলছিল সৌরভ চক্রবর্তী নামের এক যুবক। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।
নিহত সৌরভ সিলেট নগরীর বারুতখানা এলাকার সুভাষ চক্রবর্তীর ছেলে।
এদিকে, দক্ষিণ সুরমার গোটাটিকর এলাকা থেকে আবদুর রহমান নামের এক নৈশ্যপ্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। তিনি নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কাদুয়া গ্রামের মৃত আছমান আলীর ছেলে। আজ সকালে গোটাটিকরের একটি ওয়ার্কশপের বারান্দায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন আলমপুর ফাঁড়ির এসআই সুজন আহমদ।
বিডি-প্রতিদিন/ ০৩ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ