স্কুলছাত্র মাহফুজুল আলম সজীব হত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে দামুড়হুদা নাগরিক সমাজ।
রবিবার বেলা ১১টায় এসব কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দামুড়হুদা নাগরিক সমাজ, ব্যবসায়ী সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. নূরুন্নবী, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম, নতিপোতা ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ প্রমুখ। নেতৃবৃন্দ পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার ৩২ দিন পর গত ৩১ আগস্ট চুয়াডাঙ্গা সিএন্ডবিপাড়ার একটি বাড়ির সেপটিক টেংক থেকে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র সজীবের লাশ উদ্ধার করে র্যাব। দামুড়হুদা উপজেলা চত্বরে অনুষ্ঠিত বৃক্ষমেলা থেকে ২৯ জুলাই নিখোঁজ হয় সজীব।
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন