মানবতা বিরোধী অপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় কার্যকর করায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল করেছে সরকারি কলেজ ছাত্রলীগ।
রবিবার দুপুর ১ টার দিকে ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাস প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয় তারা। মিছিলে হরতাল বিরোধী ও জামায়াত শিবিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানেও মুখরিত ছিল ছাত্রলীগ নেতা কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের আহবায়ক রাফসান জানি বাপ্পি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম রকি, মনোয়ার হোসেন জিহাদ, রিয়াদ হোসেন রিফাত, জিয়াউল করিম নিশান, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন রিংকু প্রমুখ।
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন