'তুমি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে । রোববার সকাল ১১ টায় স্টেডিয়াম মাঠে র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল।
জেলার দশটি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী র্যালিটিতে অংশ নেয়। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে সাইকেল র্যালিটি স্টেডিয়াম থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ফের স্টেডিয়াম চত্বরে এসে শেষ হয়। এরপর র্যাফেল ড্র'র মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে বিশটি সাইকেল প্রদান করা হয়। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
বিডি প্রতিদিন/৪ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১১