ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে দুই বখাটের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে এ দণ্ডাদেশ দেন কালীগঞ্জে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের মজনু রহমানের ছেলে রফিকুল ইসলাম (২০) ও সাদিকপুর গ্রামের ফজলু রহমানের ছেলে সাইফুর রহমান (১৯)।
জানা গেছে, রোববার বিকেলে কালীগঞ্জ উপজেলার কাষ্টভাংগা ইউনিয়নের শমশের নগর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করছিল একই এলাকার সাইফুর রহমান ও রফিকুল ইসলাম। এ সময় মোবাইল কোর্ট সেখানে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে। পরে ওই স্থানে আদালত বসিয়ে সাইফুর রহমানকে ১৫ দিন এবং রফিকুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১১