অপহরণের ১৫ ঘণ্টা পর নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদী থেকে ট্রলারসহ ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। এ সময় দেশীয় অস্ত্রসহ নাজিম ও আলাউদ্দিন বাহিনীর সদস্য আফসার উদ্দিন, বোরহান ও বাবুলসহ ৩ জলদস্যুকে আটক করা হয়।
রবিবার সন্ধ্যায় হাতিয়ার মেঘনার ঢালচরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানান হাতিয়া কোস্টগার্ড স্টেশন মাস্টার লে. কমান্ডার ওমর ফারুক।
তিনি বলেন, রবিবার ভোর রাতে মো. লিটন নামের এক ট্রলারের মালিকের ট্রলারে থাকা জেলেরা নদীতে মাছ ধরতে যায়। পরবর্তীতে আটককৃত জলদস্যুরা চাঁদার জন্য ট্রলারসহ জেলেদের অপহরণ করে ঢালচরে নিয়ে যায়। সন্ধ্যায় অভিযান চালিয়ে ট্রলারসহ ৯ জেলেকে উদ্ধার করে এবং দেশীয় অস্ত্রসহ ৩ জলদস্যুকে আটক করা হয়েছে। বাকি দস্যুরা পালিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব